মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

সুরজিৎ চক্রবর্ত্তী




সময় অল্প বাকি
সুরজিৎ চক্রবর্ত্তী




কি দেবে,
ফুল?
দিতে পারো
যদি সম্ভব হয়
ফুলের বাগান দিয়ো
মাটি গন্ধ মাখা
ক্যালেন্ডুলা, পিটুনিয়া, গন্ধরাজ ...

আলো ?
দিতে পারো একমুখো
ভোরের কাঁচা সোনা ঝিলমিল রঙ
চোখে নেবো শ্যাওলা ঢাকা
সবুজ অর্কিড
ছোঁয়া আলো
পরশপাথর .....

যা দেবে তাড়াতাড়ি দিও
সময় অল্প বাকি
ক্ষণজীবী
সূর্যাস্তের আগে
লবণ সাগরে মেশে নদী
ঘাম রক্ত আর যত আবর্জনা
সব কৃষ্ণপক্ষে মিশে যায়
বারুদ বাতাস
এ শুধুই যাওয়া দিগন্তর দিকে
যথানিয়মে
সঙ্গমে।।
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন