বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

লোপামূদ্রা মুখার্জি



রংবাহারী মন 
লোপামূদ্রা মুখার্জি 




ফুল নয়, ও তো নষ্টের সাক্ষী রাখে
পাতা জানো বেশ সবুজ ডাকে
আসমানে গুমরে ছিল মন
তৃষ্ণার্ত্ ডাকে রিম ঝিম বরষণ।

তনুর বাতায়নে সময় সরনী রয়ে যায়
স্মৃতি ছুঁয়ে যাওয়া মুহূর্তরা লুকোচুরি খেলায়
পেঁজা পেঁজা অনুভূতিরা বেশ টাটকা,
অনুভূতি বিহীন ভালোলাগা গুলো বড্ড্ ফাঁকা ফাঁকা।

মন জানলায় চাঁদের হাসি
আজও বাতাস বাজায় কানুর বাঁশি,
ফিরোজিয়া রং চুবিয়ে পথ চলা
হাজার রংবাহারী মোড়কে কথা বলা,
বলতে, চলতে, শুনতে নও ছুঁই মন
সে এলেই দাঁড়াবে না অপেক্ষারা কিছুক্ষণ।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন