বুধবার, ১ জুন, ২০১৬

দীপ রায়



সায়ানাইড লাভ্
দীপ রায় 



লাভ্ ইজ ব্লাইন্ড বলে
যত প্রেমিক যুগল একে একে
ঝাঁপিয়ে পড়েছে দামাল জমিতে
প্যারাশুট খুলে
একটা ধুলোমাখা মেঘ
তাদের সর্বাঙ্গে গ্রাস করেছে
ও সমাজ নামক একটা
ধারালো ছুরি প্রায়শই তাদের
ছিন্নবিচ্ছিন্ন করে
এই বিশ্বাস বুকে নিয়ে
রোজ সারা পৃথিবীজুড়ে
কত ইফ্তিকার ও সোফিয়ারা
চিরঘুমে আবদ্ধ হয় নীলরঙা ঠোঁটে
আর কখনোসখনো আমরা পাতা
উল্টে ওদের কথা পড়ি
আর পাশ ফিরে শুয়ে
নিজেদের কবর হাতড়াই

















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন