বুধবার, ১ জুন, ২০১৬

চয়ন ভৌমিক



খাদের কিনার থেকে দাঁড়িয়ে
চয়ন ভৌমিক





এই যে অন্ধকার শোনো,
পুরোনো বন্ধুত্ব ছুঁড়ে ফেলে দিলাম এবার।
কথাবার্তা যা দেওয়া ছিল এতদিন,
সব থাক যেখানে যা ছিল,
সব ভুলে যাওয়াই ভালো এখন।
ঘুমের মধ্যে যত খাপছাড়া স্বপ্ন দিয়েছিলে
তাদের নিয়ে একা হাঁটা বন্ধ হয়েছে অনেকদিন, নিশ্চিত আমি।
কিছু দৃশ্যে তোমার অলীক বীজ, আজও
খুঁচিয়ে যাচ্ছে আমার নৈশব্দের দরজা যদিও।
তবুও হামাগুড়ি দিয়ে আমি চলে এসেছি
এক সরুগলির মধ্যে রাখা,
অশরীরি আলো পাথরের ঢিপির পাশে।
শৈত্যপ্রবাহের মাঝে আমি তুলেছি উষ্ণ কলার,
নিয়ন দেবতার মন্দিরে শব্দহীন,
গেয়েছি প্রার্থনা সংগীত।
গত শতকের যুদ্ধ, শহীদ বেদী, জেনোসাইড,
চিনিয়ে দিয়েছে আসল রূপ তোমার, ও আঁধার।
তুমি বরং ফিরে যাও, তোমার আদিম গুহার ভিতর,
তোমার কৃতকর্মের ইতিহাস লিখে দাও,
ভবিষ্যতের অভিশাপ কুড়ানোর জন্য।
মৃত্যু ডাকা রাত তোমার বক্ষলগ্না রমনী,
তাকে ফালাফালা করে নেমে আসছে
বিদ্যুৎস্পন্দ ভোর, পাখিদের উজ্জ্বল ডানা ।
ধ্বংসের একতরফা চুক্তি ছিঁড়ে ফেলা যাক নির্দ্বিধায়।



































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন