বুধবার, ১ জুন, ২০১৬

অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য



আপোষ
অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য



আমার নিরক্ষর ,সেকেলে মা ।

বিটি রোড পার হতে পারেনা

গরিয়াহাটে হারিয়েছে কতবার ,

ভুল ট্রেনে উঠে

মুখ থুবড়ে পড়েছে বনগাঁয় ।

হাত পুরিয়ে আমাদের ভালো মন্দ খাইয়েছে

সময়ের আগে বুড়িয়ে গেছে

কিন্তু কখনো আমাদের জন্য ফুরিয়ে যায়নি ।

আমার মা অভিযোগ করতে শেখেনি কখনো-

হয়তো মনে মনে অভিমান করেছে

কিন্তু তার হদিশ পাইনি কখনো ।

হদিশ কি করে পাবো?

চোখের জল রান্নাঘরের তাপে

এক অদ্ভুত মেঘের জন্ম দিয়েছিল



তার নাম আপোষ .............


























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন