বুধবার, ১ জুন, ২০১৬

শঙ্কর বন্দ্যোপাধ্যায়





স্বপ্ন বিলাস
শঙ্কর বন্দ্যোপাধ্যায়





স্বপ্নকে তুমি ভালবাসো? বল সত্যি কথা
স্বপ্ন তো কারও ক্রীতদাস নয়, সে নদী বহতা
স্বপ্নই শুধু জানে কত সুখ স্বপ্ন দেখায়
তোমার তো তার হাত ধরবার নেই কোনো দায়
তবুও স্বপ্ন চোখের তারায় কবিতার মত
শব্দের জালে আবডালে রাখে গোপন ক্ষত
স্বপ্নের ঘরে প্রজাপতি ওড়ে এবেলা ওবেলা
স্বপ্নের রঙে সাজাই আসলে ঠিক হোরিখেলা
দিনগোনা কাকে বলে সে খবর স্বপ্নই রাখে
রাতজাগাপাখী ডাক দিয়ে যায় তোমাকে আমাকে
স্বপ্নপূরণ, সে তো শুধু এক অলীক মায়া
চিরদিন এই দোটানায় মরে ছায়া ও কায়া
স্বপ্ন আসলে তোমার আমার বাঁচার রসদ
ছুঁলেই জীবন উড্ডীন ডানা, সেই সম্পদ
কেউ জানে তার সাথে পথচলা, কেউ ছেড়ে যায়
অলীক স্বপ্নে মাতলে, নিখাদ স্বপ্ন হারায়।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন