সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

মারজ্বানূল বাহার শিউলী


কখনও যদি তার দেখা মেলে
মারজ্বানূল বাহার শিউলী


কখনও যদি তার দেখা মেলে...
কোন চৈতালী স্বর্ণালী-সন্ধ্যায়
বোলে দেবো তাকে-----
থাকে যেনো দুরন্ত- কালবৈশাখীর অপেক্ষায়...।

কখনও যদি তার দেখা মেলে...
জ্যৈষ্ঠের আগমনী মেঘবার্তায়,
বোলে দেবো তাকে-----
ভিজবো দুজন অশ্রুঝরা দুঃখের বন্যায়...।

কখনও যদি তার দেখা মেলে...
আষাঢ়ের মুখরিত-বর্ষায়,
বলে দেবো তাকে-----
শ্রাবনে-প্লাবনে হেরিতে,পুষ্পিত কদম্ব শাখায়...।

কখনও যদি তার দেখা মেলে...
ভাদ্রের দহন- তাপিত বেলায়,
বোলে দেবো তাকে------
আসে যেনো আশ্বীনের নীলাম্বরের মোহন-ছায়ায়..।

কখনও যদি তার দেখা মেলে...
কার্তিকের কোন শুভ্র-শিশির মায়ায়,
বোলে দেবো তাকে------
আসে যেনো অঘ্রাণের নবান্ন-উৎসবের মেলায়...।

আর যদি দেখা মেলে তার...
পৌষের বিষন্ন বিকেলে বিমূর্ত- নীরবতায়,
বোলে দেবো তাকে---হৃদয়-গহীনে রেখেছি....
কিছু উষ্ণতা তায় দানিতে,রাতের শীতল মৌনতায়।

যদি একান্তে দেখা মেলে তার...
ফাল্গুনের পুষ্পিত বসন্ত-মহুয়ায়,
বলে দেবো তাকে----প্রজাপতি মন নিয়ে...
প্রেমের বর্ণিল রঙে,আমায় যেনো সাজায়.....।

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন