বুধবার, ১ জুন, ২০১৬

সুরজিৎ চক্রবর্ত্তী



ঈশ্বর জন্ম
সুরজিৎ চক্রবর্ত্তী



কাল রাতে একটা জোনাকি উড়ছিল
একবিন্দু আলো নিয়ে
অন্ধকারে
আমি নেমে এলাম
ব্যালকনি থেকে সোজা
এক সিঁড়ি দু সিঁড়ি এড়িয়ে

একজন প্রবীণ বললেন এভাবে হয় না
শরীর থেকে ছাল খসাতে হয়
ইশ্বর কনার মত
মুহুর্তের জন্ম মৃত্যু

বাতাসে এলোমেলো উড়ছে পরোয়ানা
গাছ ব্যাকটিরিয়া আর ইঁদুর জন্মের
লাল অথবা সবুজ আলো
জ্বলে উঠেই নিভে যাচ্ছে
পলকের ব্যাবধানে
জন্ম আর নাজন্মের সিদ্ধান্ত
লক্ষ কোটি বছর দূরে
রোজ বহুবার
একইভাবে

বিচারক বললেন এত তাড়া কেন
তোমার কেসটার পর্যালচনা এখনও বাকি
তারপর ম্যান্ডোলিন বাজিয়ে
ফিরে গেলেন
কালো দিগন্তে

সকালে মুখ ধুতে গিয়ে দেখলাম
আমার জিভটা এখনও
সাদা হয়ে আছে মরা মানুষের মত ।।











এবং একুশ

1 টি মন্তব্য: