সম্পাদকীয়
শব্দের
বন্ধনে ধরে ভালোবাসাকে
একখানি
উপহার দেওয়া হলো ভাষাকে
ইথারের
তরঙ্গে সযত্নে রাখা সে
জন্মদিনের
দিন একুশের
আকাশে
ফুটফুটে
তারা হয়ে মিটিমিটি জ্বলবে
চুপি
চুপি কানে কানে ‘‘ভালোবেসো’’ বলবে
সোচ্চার
হয় যদি, তবে জেনে রেখো তার
বিপ্লবে
অস্ত্রের চেয়ে বেশি অধিকার
ভাষার
সে মূর্ছণা, আশার সে প্রেরণা
কোনও
বিনিময়ে তাই কবিতাকে ছেড়ো না
- অমৃত অধিকারী
এবং একুশ