ভিজছে শহর তোমার আমার
দেবযানী বিশ্বাস
ভিজছি আমি,ভিজছ তুমি,ভিজছে শহর কোলকাতা-
উড়িয়ে দিল দমকা হাওয়া খোলা ছিল যেই ছাতা।
সকাল থেকে সন্ধ্যে গড়ায়,বৃষ্টি যেন অন্তহীন-
জল নামছে চোখের পাতায়,মুক্তোগুলো বেশ রঙীন।
শহর জুড়ে জলছবিতে ধূলি ধূসর সব উধাও,
আলিঙ্গনে মুগ্ধ দু চোখ,ব্যস্ত নগর,থমকে যাও।
সারি সারি দাঁড়িয়ে গাড়ি,গাছ পড়েছে মাঝপথে-
একটা কোণে লক্ষ্মী মেয়ে ভেজা জুঁইয়ের মালা গাঁথে।
পথের বুকে তড়িঘড়ি,হাজার হাজার ব্যস্ত পা;
ফিরতে হবে উষ্ণ নীড়ে,সময় তাদের খুব মাপা।
বাসের জানালায় মুখের সারি,কুঁচকে ভুরু গালেতে হাত
অনাসৃষ্টির ঝঞ্জাটেতে পথের মাঝেই বাড়ছে রাত।
আপন ছন্দে আসছে হেঁটে বইয়ের ভারে পাঁচটা পিঠ-
খলবলিয়ে শব্দ ঝরে,ওয়েদারটা দারুণ হিট।
মলগুলি সব উদাস চোখে,কেউ কেনে না আজ ফ্রি তে,
শুধু তেলেভাজার গন্ধ ছড়ায় পাশের ছোট গুমটিতে।
টিনের চালে শব্দ ওঠে,আদা চায়ে কয়জনা-
আকাশ চিরে নিয়ন ঝিলিক,দিঘির বুকে আলপনা।।
এবং একুশ